Surprise Me!

রাজবাড়ীর কুচা রফতানি হচ্ছে বিদেশে | Jagonews24.com

2021-06-15 1 Dailymotion

শরীরটা বাইম মাছের মতো দেখতে হলেও মুখটা সাপের মতো। অনেকে সাপ মনে করে ভয়ও পান। নিরীহ এ প্রাণিটির নাম কুচা। অবশ্য অনেক অঞ্চলে এটি কুচা মাছ নামে পরিচিত। কুচা মাছ মূলত অঞ্চল ভেদে কুঁচে, কুঁইচ্চা বা কুঁচে বাইম নামে পরিচিত। আকৃতি বাইম মাছের মতো দেখতে হলেও আমাদের দেশের অধিকাংশ মানুষই ঘৃণা বা ধর্মীয় নিষেধাজ্ঞার জন্য এ মাছ থেকে দূরে থাকেন।<br /><br />এক শ্রেণি-পেশার মানুষ এ কুচা মাছ শিকার, মজুদ ও তা বিদেশে রফতানি করে জীবিকা নির্বাহ করছেন। এ মাছ শিকার থেকে রফতানি পর্যন্ত তিনটি পর্যায়ে অর্থাৎ শিকারি, মধ্যস্বত্বভোগী ও আড়ৎদাররা এ ব্যবসার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছেন।<br /><br />https://www.jagonews24.com/country/news/31360

Buy Now on CodeCanyon